আইসিসির নিষেধাজ্ঞার কারণে দলের সেরা পারফরমার সাকিব আল হাসানকে ছাড়াই ভারতের বিপক্ষে খেলতে উড়াল দিয়েছে টাইগাররা।
তবে টি২০ সিরিজের জন্য অধিনায়কের দায়িত্ব পাওয়া মাহমুদউল্লাহ রিয়াদ বলেছেন, সিরিজে দল হিসেবে তারা ভালো করতে আশাবাদী।
ঢাকা বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা কী হারিয়েছে তা সবাই জানে। সে (সাকিব) আমাদের সেরা পারফরমার। বিশ্বকাপে সাকিব দুর্দান্ত খেলেছে। সে ভুল করেছে, কিন্তু অপরাধ করেনি।’
‘বোর্ড আমাকে যে দায়িত্ব দিয়েছে তা যথাযথভাবে পালনের চেষ্টা করব। সিরিজে আমরা সর্বোচ্চ ভালো খেলার চেষ্টা করব,’ যোগ করেন তিনি।
আগামী ৩ নভেম্বর প্রথম টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে অরুন জেটলি স্টেডিয়ামে। ৭ এবং ১০ নভেম্বর বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে রাজকোট এবং নাগপুরে। ম্যাচ তিনটি বাংলাদেশ সময় সাড়ে ৬টায় শুরু হবে।
টি২০ সিরিজ শেষে দুদল দুটি টেস্ট সিরিজে মুখোমুখি হবে। আগামী ১৪ নভেম্বর প্রথম এবং ২২ নভেম্বর দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ টি২০ স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মো. মিথুন, লিটন দাস, সৌম্য সরকার, নাঈম শেখ, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি, আবু হায়দার রনি, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান এবং শফিউল ইসলাম।