র্যাব-১২ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক বন্যায় দেশের বেশ কিছু জেলার চরাঞ্চল ও নিচু এলাকাসহ বিস্তীর্ণ এলাকার বহু ঘরবাড়ি ও রাস্তাঘাট প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে লাখ লাখ মানুষ।
বন্যার এ ভয়াল থাবা থেকে রক্ষা পায়নি সিরাজগঞ্জের যমুনা তীরবর্তী সদর, বেলকুচি, শাহজাদপুর, কাজীপুর ও চৌহালী উপজেলার মানুষ। নদী ভাঙনে দিশেহারা এই পাঁচ উপজেলার অসহায় পরিবারগুলো এখন মানবেতর জীবন যাপন করছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমন পরিস্থিতিতে র্যাব ফোর্সেসের মহাপরিচালকের নির্দেশক্রমে ইতোমধ্যেই বন্যা দুর্গত বিভিন্ন অঞ্চলে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছে র্যাব। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের বানভাসি ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিল র্যাব-১২।
র্যাব-১২ এর আহ্বানে সাড়া দিয়ে এবার এগিয়ে এল ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের প্রতিষ্ঠান ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন’।
সাকিব আল হাসান ফাউন্ডেশনের অর্থায়নে বৃহস্পতিবার র্যাব-১২ এর সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচ ঠাকুরী বাজার এলাকায় বন্যা দুর্গত যমুনার ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।