চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে বৃহস্পতিবার বিকালে (বাংলাদেশ সময় ৪টায়) পাপুয়া নিউগিনির (পিএনজি) মুখোমুখি হবে বাংলাদেশ।
প্রথম রাউন্ডের দুটি ম্যাচ খেলে বাংলাদেশ একটিতে জয়লাভ করেছে। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৬ রানে হেরেছে আর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ওমানকে ২৬ রানে হারিয়েছে। ফলে সুপার টুয়েলভে অংশ নিতে টাইগারদের আজকের ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই।
স্কটল্যান্ড বর্তমানে দুই ম্যাচে দুই জয় নিয়ে গ্রুপ বি’তে শীর্ষে রয়েছে। পাপুয়া নিউগিনি দুই ম্যাচে দুই পরাজয়ে পয়েন্ট টেবিলের নিচে রয়েছে।
আজ যদি বাংলাদেশ জিতে এবং দিনের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ড ওমানকে পরাজিত করে তাহলে টাইগাররা সুপার টুয়েলভে খেলার যোগ্যতা অর্জন করবে।
পড়ুন: টি-২০ বিশ্বকাপ লাইভ দেখবেন যেভাবে
এছাড়া বাংলাদেশ যদি পাপুয়া নিউগিনিকে পরাজিত করে এবং স্কটল্যান্ড ওমানের কাছে হেরে যায় তখন নেট রান রেটের হিসাব সামনে আসবে। এই অবস্থায় স্কটল্যান্ড, ওমান এবং বাংলাদেশের সমান পয়েন্ট থাকবে। তখন ভালো রান-রেটের দুটি দল সুপার টুয়েলভে খেলার যোগ্যতা অর্জন করবে।
বালাদেশ গ্রুপ বি’তে চ্যাম্পিয়ন হলে সুপার টুয়েলভে গ্রুপ ২ এ যাবে। আর রানার-আপ হিসেবে শেষ করলে গ্রুপ ১ এ যাবে।