তবে এবার যা দেখালেন তাতে বাংলাদেশে ক্রিকেট দলের সফলতম ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা প্রীতি আরও বেড়ে যাবে ক্রিড়ামোদিদের কাছে তা বলাই যায়।
দীর্ঘ বিরতির পর সোমবার বঙ্গবন্ধু টি-২০ কাপে ফেরার ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা প্রথম ৫ উইকেটের ঝলকানিতে তার দল জেমকন খুলনাকে ফাইনালে পৌঁছে দিয়েছেন মাশরাফি। স্বীকৃতি হিসেবে পেয়েছেন ম্যান অব ম্যাচের পুরস্কার।
আরও পড়ুন: মাশরাফির টি-২০ টুর্নামেন্টে খেলা নিয়ে অনিশ্চয়তা
এদিনের ম্যাচের শুরুতে ব্যাটিং করতে নেমে ব্যাটসম্যানদের বীরত্বে জেমকন খুলনার সংগ্রহ গিয়ে দাঁড়ায় আসরের তৃতীয় সর্বোচ্চ ২১০ রানে।
এর আগেও ২২০ রানের তাড়া করে ম্যাচ জেতার মনোবল ব্যাটিংয়ে নামে গাজী গ্রুপ চট্টগ্রামের। তবে ইনিংসের শুরু থেকে মাশরাফির তোপে লন্ডভন্ড হয়ে যায় চট্টগ্রামের ব্যাটিং লাইনআপ। দেশের অভিজ্ঞতম এ পেসার ৪ ওভারে ৩৫ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন।
আরও পড়ুন: ফিটনেসে ফিরতে ১০ কেজি ওজন কমাতে হবে মাশরাফিকে
ম্যাচে তিনটি স্পেলে ৪ ওভার করেন মাশরাফি। প্রথম দুই ওভারের চট্টগ্রামের দুই ওপেনার সৌম্য সরকার ও লিটন দাসকে সাজঘরে পাঠিয়েছেন তিনি। দ্বিতীয়বার খেলার দ্বাদশ ওভারে আক্রমণে এসে প্রথম বলেই সাজঘরে ফেরান মাহমুদুল জয়কে।
ইনিংসের ১৮তম ওভারে আবারও আক্রমণে আসেন মাশরাফি। প্রথম তিন বলে ৮ রান দিলেও চতুর্থ বলে শামসুর রহমানকে আউট করেন। একই ওভারের শেষ বলে মোস্তাফিজুর রহমানকে সাকিব আল হাসানের হাত ক্যাচ বানিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে সেরা বোলিং ফিগারের প্রথম ৫ উইকেট পাওয়ার কোটা পূরণ করেন মাশরাফি।
আরও পড়ুন: বঙ্গবন্ধু টি-২০ কাপ: ঢাকার কাছে হেরে বিদায় বরিশালের
কোভিড-১৯ পজিটিভ হওয়া, হ্যামস্ট্রিং ইনজুরি এবং অনেকদিন মাঠের বাইরে থাকা টুর্নামেন্টের শুরুতে যার খেলার সম্ভাবনাই ছিল ক্ষীণ সেই মাশরাফির অবদানের উপর ভর করেই ফাইনালে গেল তার দল। দীর্ঘদিন অনুশীলনের বাইরে থাকায় তার এম পারফরমেন্স হয়ত কেউই কল্পনাই করতে পারেননি। তবে ক্যারিয়র জুড়েই নিজেকে ফিট রাখার সংগ্রামে থাকা মাশরাফি নিজেকে আবারও মেলে ধরলেন।
আরও পড়ুন: বঙ্গবন্ধু টি-২০ কাপে খুলনার হয়ে খেলবেন মাশরাফি
বঙ্গবন্ধু টি-২০ কাপ: রানের পাহাড় ডিঙিয়ে রাজশাহীকে হারাল বরিশাল