বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টাইগারদের সাত উইকেটে হারিয়েছে প্রোটিয়ারা। এতে তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতায় ফিরল স্বাগতিকরা। এই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ২৩ মার্চ সেঞ্চুরিয়নে হবে।
রবিবার জোহানেসবার্গে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় তামিম ইকবালরা। টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় নির্ধারিত ৫০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৯৪ সংগ্রহ করে টাইগাররা।
জবাবে ব্যাট করতে নেমে কুইন্টন ডি কক ও কাইল ভেরেইনের অর্ধশতকে ভর করে ৭৬ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।
আরও পড়ুন: প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ
প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন ডি কক। এছাড়া কাইল ভেরেইন ৫৮ রান এবং টেম্বা বাভুমা করেন ৩৭ রান।
বাংলাদেশের হয়ে আফিফ, সাকিব ও মেহেদী একটি করে উইকেট নেন।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে দলীয় রান ৫০ হওয়ার আগেই পাঁচ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও ইয়াসির আলী- কেউই ভালো খেলতে পারেননি। তামিম, সাকিব ও ইয়াসির যথাক্রমে ১, ০ ও ২ রানে আউট হন।
ষষ্ঠ উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন স্কোরবোর্ডে ৬০ রান যোগ করেন। তবে ২৫ রানে মাহমুদউল্লাহকে ফিরিয়ে তাদের জুটি ভাঙেন তাবরেজ শামসি।
আরও পড়ুন: প্রোটিয়াদের হারিয়ে দ. আফ্রিকায় ইতিহাস গড়ল বাংলাদেশ
সপ্তম উইকেটে আফিফ ও মেহেদী হাসান মিরাজ যোগ করেন ৮৬ রান। ৪৬তম ওভারে ৭২ রান করে টেম্বা বাভুমার বলে ফেরেন আফিফ। একই ওভারে ৩৮ রান করে আউট হন মেহেদী মিরাজও।
দক্ষিণ আফ্রিকার হয়ে কাগিসো রাবাদা ১০ ওভারে ৩৯ রান দিয়ে পাঁচটি উইকেট নেন। ম্যাচসেরাও হয়েছেন এই প্রোটিয়া বোলার।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে ৩৮ রানে জয় পায় বাংলাদেশ। আর এটিই দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে টাইগারদের প্রথম ওয়ানডে জয়।