উন্মুক্ত বাজারে বন্য প্রাণী বিক্রয়ের ফলে পরিবেশ এবং মানবস্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছে, কারণ এটি প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়া রোগের সংক্রমণ বাড়িয়ে তুলতে পারে।
জাতিসংঘের ড্রাগস অ্যান্ড ক্রাইম (ইউএনওডিসি) অফিসের ‘ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ক্রাইম রিপোর্ট ২০২০’ –এ প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, সকল উদীয়মান সংক্রামক রোগগুলোর মধ্যে ৭৫ শতাংশ পর্যন্ত রোগের প্রতিনিধিত্ব করে জুনোটিক সংক্রান্ত রোগ এবং নভেল করোনাভাইরাসও এর অন্তর্ভুক্ত যেটি বিশ্বব্যাপী মহামারি সৃষ্টি করেছে।
ইউএনওডিসির নির্বাহী পরিচালক ঘদা ওয়ালি বলেন, ‘সংঘটিত ট্রান্সন্যাশনাল অপরাধমূলক নেটওয়ার্কগুলো বন্য প্রাণী বিক্রি করে লাভ অর্জন করছে, আর দরিদ্ররা এর মূল্য পরিশোধ করছে।’