রবিবার দুপুরে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো আবদুল মুঈদ।
জেলা প্রশাসক এসএম ফেরদৌসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ বিভুতি ভুষণ সরকার, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কৃষিবিদ আহমেদ আলী চৌধুরী, সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্প পরিচালক মহাম্মদ মাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদ, মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুর রহমান চৌধুরীসহ জেলা ও উপজেলার অন্যান্য কৃষি কর্মকর্তারা।
মেলার উদ্বোধন শেষে মেলায় অংশ নেয়া ২৫টি স্টল ঘুরে দেখেন প্রধান অতিথি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো আবদুল মুঈদ বলেন, ‘কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন হচ্ছে এবং সেগুলোর ব্যবহার শুরু হয়েছে। এসব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষির বহুলাংশে উন্নয়ন হচ্ছে। প্রযুক্তির ব্যবহার কৃষকের দৌড়গোড়ায় পৌঁছে দেয়ার জন্য এসব প্রযুক্তি মেলার আয়োজন করা হচ্ছে। মাঠ পর্যায়েও কৃষি কর্মকর্তারা কৃষকদের প্রযুক্তি ব্যবহারে সহযোগিতা করছেন।’
শৈত্যপ্রবাহের কারণে কৃষির ক্ষতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঘন কুয়াশা এবং শৈত্যপ্রবাহের কারণে বীজতলাসহ অন্যান্য যেসব ফসলের ক্ষতির সম্ভাবনা থাকে শুকনো বীজতলা তৈরিসহ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তা রোধ করা সম্ভব।’