চীন থেকে আসা করোনার ১১ লাখ ভ্যাকসিনের ৫ লাখ অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, ‘১১ লাখ যে ভ্যাকসিন আমরা পেয়েছি, সেখান থেকে ৫ লাখ লোককে দেয়া হবে। কারণ আমরা দ্বিতীয় ডোজ হাতে রেখে দেব। এটা আমাদের সকলেরই সিদ্ধান্ত।’
বুধবার (১৬ জুন) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
জাহিদ মালেক বলেন, যারা ভ্যাকসিনের জন্য আগে রেজিস্ট্রেশন করেছেন কিন্তু এখনো পাননি তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেয়া হবে।
আরও পড়ুন: ফাইজারের টিকা নিবন্ধিত ব্যক্তিরা সিরিয়াল অনুযায়ী পাবেন: স্বাস্থ্যমন্ত্রী
এছাড়া স্বাস্থ্যকর্মী ও পুলিশ সদস্য, সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থী, সরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থী, সরকারি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থী, জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্পে কর্মরত কর্মকর্তা ও কর্মচারি, বিদেশগামী কর্মী, ঢাকার দুই সিটি কর্পোরেশনের পরিচ্ছনতাকর্মী ও করোনায় মৃতদের সৎকারে নিয়োজিত কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেয়া হবে বলে তিনি জানান।
মন্ত্রী বলেন, বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিক এবং এর বাইরেও অন্য দেশের যেসব নাগরিক এখানে কাজ করে যাচ্ছেন, তারা যদি আমাদের কাছে আবেদন করেন, যারা এর আগেও আবেদন করেছেন, তাদেরকেও আমরা দিয়ে যাচ্ছি।
আরও পড়ুন: সিনোফার্ম-ফাইজারের টিকা কার্যক্রম ১৯ জুন থেকে শুরু: স্বাস্থ্যমন্ত্রী
রাশিয়ার সাথে ভ্যাকসিন কেনার চুক্তি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা মোটামুটি একটি সমঝোতার পর্যায়ে পৌঁছে গেছি। এখন আমরা অপেক্ষা করছি, তারা কবে কখন কতটুকু দেবে, এ বিষয়গুলো নিয়ে গত বেশ কয়েকদিন ধরে আলোচনা চলছে।
আরও পড়ুন: পৃথিবীর কোনও দেশই স্বাস্থ্যখাতকে গুরুত্ব দেয়নি: স্বাস্থ্যমন্ত্রী
তিনি বলেন, ‘আজও আলোচনা চলেছে। হয়তোবা আজকে আমরা ভালো একটি সিদ্ধান্ত রাশিয়ার কাছ থেকে...যদি পাই, সেটা পাওয়ার পরে আপনারা অবশ্যই জানতে পারবেন।