নিকটবর্তী সময়ে গঠিত হতে যাওয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আগাম আনুগত্য প্রকাশ করেছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম।
তিনি বলেন, কূটনৈতিক বিষয়ে একটি প্রোটোকল অনুসরণ করতে হয় বলে তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়ার অপেক্ষায় রয়েছেন।
গত ১৬ জুলাই থেকে ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সাইদা মুনা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এসময় তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে নতুন প্রজন্মের আন্দোলনে অনুপ্রাণিত হয়ে ন্যায়ভিত্তিক দেশ গঠনের আশাবাদ ব্যক্ত করেন।
জনপ্রিয় সাপ্তাহিক সুরমার সম্পাদক ও বিশিষ্ট আইনজীবী শামসুল আলম লিটন লন্ডনে হাইকমিশনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এসব কথা বলেন সাইদা মুনা।
আরও পড়ুন: যুক্তরাজ্যের চ্যানেল এসের বিশেষ সম্মাননা পুরস্কার পেলেন সাঈদা মুনা তাসনীম
গত ১৭ বছর ধরে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে গেছেন লিটন।
লিটনের এই কাজের ভিডিও শেয়ার করে ইকবাল ফেরদৌস বলেন, অসম্ভব মেধাবী, মানবিক ও নিবেদিতপ্রাণ মানুষ লিটনের সঙ্গে প্রায় ৭-৮ বছর ধরে ঘনিষ্ঠভাবে কাজ করার সৌভাগ্য হয়েছে তার।