মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নিবিড় তদন্তের মাধ্যমে হত্যা মামলার প্রকৃত ঘটনা উদঘাটন করে অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
রবিবার পুলিশ সদর দপ্তরের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. আতিকুল ইসলাম।
আরও পড়ুন: হেলমেট পড়া মোটরসাইকেল চালকদের পুলিশের ফুল-চকোলেট উপহার
সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলা পর্যায়ের পুলিশ সুপাররা (এসপি) ভার্চুয়ালি সভায় অংশ নেন।
এ সময় পুলিশ সদর দপ্তরের ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) ওয়াই এম বেলালুর রহমান, ডিআইজি (অপারেশনস) মো. হায়দার আলী খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে এআইজি (ক্রাইম অ্যানালাইসিস) সুনন্দা রায় চলতি বছরের অক্টোবর মাসে দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি যেমন ছিনতাই, ডাকাতি, চুরি, ডাকাতি, খুন, অস্বাভাবিক মৃত্যু, সড়ক দুর্ঘটনা, নারী নির্যাতনের তথ্য এবং শিশু, ধর্ষণ, মাদক ও অস্ত্র উদ্ধার ইত্যাদি তুলে ধরেন।
বিভিন্ন মামলার পরিসংখ্যান পর্যালোচনা করে সভায় জানানো হয়, গত সেপ্টেম্বর মাসের তুলনায় অক্টোবরে এ ধরনের অপরাধে মোট নথিভুক্ত মামলার সংখ্যা কমেছে।
আরও পড়ুন: পুলিশের সার্জেন্ট পদে চাকরি: জনবল নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ