সাতক্ষীরা সীমান্ত থেকে অবৈধ পথে ভারতে যাওয়ার সময় পাঁচজনকে আটক করেছে বিজিবি।
শুক্রবার (৪ অক্টোবর) ভোমরা সীমান্ত ও কলারোয়া সীমান্তের পৃথক পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: দিনাজপুরে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় আটক দুই
আটকরা হলেন- সাতক্ষীরা পদ্মশাখরা গ্রামের জসিম উদ্দিন (৩৮), লক্ষীদাড়ী গ্রামের বিলাল হোসেন (২৩), ভোমরার মো. শামছুজ্জামান (৩৯), শরীয়তপুর রামকৃষ্ণপুর গ্রামের মৌসুমী (৩৪) ও ফরিদপুরের মো. মামুন (৩৩)। এদের মধ্যে জসিম উদ্দিন ও বিলাল হোসেন মানবপাচারের সঙ্গে জড়িত বলে দাবি বিজিবির।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বলেন, সাতক্ষীরা ৩৩ বিজিবি পদ্মশাখরা বিওপির অধীন সীমান্ত পিলার দিয়ে বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করছিলেন। এ সময় পদ্মশাখরা বিওপির নেতৃত্বে তিনজনকে আটক করা হয়।
অপর অভিযানে কলারোয়ার হিজলদী বিওপির সুলতানপুর মাঠ থেকে আরও দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।
তিনি আরও বলেন, আটকদের তিনজনকে সাতক্ষীরা সদর থানায় এবং অন্য দুইজনকে কলারোয়া থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন। এছাড়া তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে।
আরও পড়ুন: বিরল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বিজিবির হাতে আটক ৫
অবৈধভাবে সিলেটের সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ৪ নারী আটক