ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম তাদের বিরুদ্ধে এ অভিযোগ গঠন করেন।
আগামী ১৯ নভেম্বর এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরুর দিন ধার্য করা হয়েছে।
শামীম ও তার দেহরক্ষীরা এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং তাদেরকে দোষী সাব্যস্ত না করার আবেদন করেন। আসামিদের সবাই এখন কারাগারে আছেন।
রাজধানীর সবুজবাগ, বাসাবো এবং মতিঝিল এলাকার প্রভাবশালী ঠিকাদার হিসেবে পরিচিত জি কে শামীমকে ক্যাসিনো ও অন্যান্য অসামাজিক ব্যবসায়ের বিরুদ্ধে চালানো অভিযানে গত বছরের ২০ সেপ্টেম্বর গুলশানের নিকেতন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই অভিযানে তার সাত দেহরক্ষীকেও গ্রেপ্তার করা হয়েছিল।
অভিযানে র্যাব সদস্যরা ১৬৫ কোটি টাকার মূল্যমানের স্থায়ী আমানতে সুদের হার (এফডিআর), নগদ ১ কোটি ৮ লাখ টাকা এবং বিপুল পরিমাণে বিদেশি মুদ্রা জব্দ করে।
জিকেবি অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেডের কার্যালয় থেকে একটি বিদেশি পিস্তল, সাতটি শটগান এবং বিপুল পরিমাণ বুলেট জব্দ করা হয়েছে।
এ ঘটনায় ২১ সেপ্টেম্বর গুলশান থানায় শামীমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, অর্থপাচার রোধ এবং অস্ত্র আইনে মোট তিনটি মামলা দায়ের করেছে র্যাব।