স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ‘সমঝোতা’র ভিত্তিতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের যুক্তরাষ্ট্রে পরিকল্পিত সফরের বিষয়ে আলোচনা চলছে।
মঙ্গলবার তিনি সাংবাদিকদের বলেন, ‘জাতিসংঘ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বোঝাপড়া আছে। সেই বিশেষ প্রক্রিয়া অনুসরণ করে এই বিষয়টি (আইজিপির পরিদর্শন) আলোচনাধীন রয়েছে। এই প্রক্রিয়া সম্পন্ন হলে একটি সিদ্ধান্তে পৌঁছানো যাবে।’
বেনজিরের জাতিসংঘের তৃতীয় পুলিশ প্রধান সম্মেলনে যোগদানের কথা রয়েছে। যেটি উপলক্ষ্যে আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত জাতিসংঘের সদর দপ্তরে মন্ত্রী, পুলিশ প্রধান এবং আঞ্চলিক ও পেশাদার পুলিশ সংস্থার সিনিয়র প্রতিনিধিরা একত্রিত হবে।
এর আগে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
স্বরাষ্ট্রমন্ত্রী আইন প্রয়োগকারী সংস্থাগুলোর দ্বারা আইন লঙ্ঘন রোধে সরকারের গৃহীত পদক্ষেপগুলোর কথা ব্যাখ্যা করেছেন।
নারায়ণগঞ্জ সাত খুনের মামলার পর গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা তাদের জানিয়েছি যে অভিযোগ পাওয়ার পর কয়েকজন র্যাব কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।’
মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন ভালো অবস্থানে রয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে জানিয়েছেন।
আরও পড়ুন: ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচলেট