আন্তর্জাতিক মানবাধিকার আইনটি (আইএইচএল) ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মতো যেকোনো পরিস্থিতিতে বেসামরিক নাগরিক, আহত যোদ্ধা এবং যুদ্ধবন্দিদের সুরক্ষার ভিত্তি হিসেবে কাজ করে। এই আইন যুদ্ধকালীন নিয়ম বা নীতি নামেও পরিচিত।
বুধবার (২৯ মে) আইসিআরসি বলেছে, এখনো এর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা সত্ত্বেও আইএইচএল’র তাৎপর্য ও প্রয়োগ প্রায়ই স্বীকৃতি পাচ্ছে না বা এটি নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে।
২০২৪ সালে জেনেভা কনভেনশনের ৭৫তম বার্ষিকী, এটি আধুনিক আইএইচএলের ভিত্তি।
সর্বজন গৃহীত এই নিয়মগুলো যুদ্ধ পরিচালনার উপায় ও পদ্ধতিগুলো সীমাবদ্ধ করতে একটি নির্দেশিকার কাঠামো তুলে ধরে। যারা যুদ্ধে অংশ নিচ্ছে না বা আর যুদ্ধে নেই, তাদের রক্ষা করার জন্যই নির্দেশিকাটি।
আরও পড়ুন: নাগাসাকিতে শান্তি স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছেন গণপূর্তমন্ত্রী
এই আইনগুলোর ভিত্তি সহজ। এটির আলোকে সশস্ত্র সংঘর্ষের সবচেয়ে খারাপ সময়েও আমাদের সাধারণ মানবতার প্রকৃত মূল্যবোধ অবশ্যই লালন করতে হবে।
এই চুক্তি অবশ্যই কনভেনশনের প্রতিটি ব্যাখ্যায় প্রতিফলিত হতে হবে। গত ৭৫ বছর ধরে আইএইচএল সশস্ত্র সংঘাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের রক্ষায় মৌলিক ভূমিকা পালন করেছে।
জেনেভা কনভেনশনে অন্তর্ভুক্ত নীতিগুলো সহিংসতা ও জনমতের মেরুকরণের কারণে জর্জরিত বিশ্বে আজও আগের মতোই প্রাসঙ্গিক।
আইসিআরসি বলেছে, মূল চুক্তিগুলো অনুসমর্থন এবং একটি জাতীয় আইএইচএল কমিটি প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ জেনেভা কনভেনশন গ্রহণ এবং মানবিক নীতি সমুন্নত রাখার প্রতিশ্রুতির প্রতিফলন ঘটিয়েছে।
আরও পড়ুন: ইতালির ওয়ার্ক ভিসা: মূল পাসপোর্ট জমা ছাড়াই আবেদন করতে পারবেন বাংলাদেশিরা
এটি জেনেভা কনভেনশন ও অ্যান্টি-পার্সোনাল মাইন ব্যান কনভেনশনের বিষয়ে দুটি দেশীয় আইনের খসড়া তৈরি করে আইএইচএলকে জাতীয় আইনে একীভূত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।
এতে বলা হয়েছে, জাতীয় আইনে আইএইচএলের পূর্ণ সমন্বয়ের জন্য বাংলাদেশ এসব অর্জনকে একীভূত করতে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে আশা করা যায়।
বাংলাদেশে আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) হেড অব ডেলিগেশন অ্যাগনেস ধুর বুধবার বলেন, বাংলাদেশে আইসিআরসি এই ঐতিহাসিক মাইলফলক উদযাপনের জন্য বেশ কয়েকটি আউটরিচ ইভেন্ট ও উদ্যোগ গ্রহণ করবে। এরমধ্যে রয়েছে অনলাইন কুইজ প্রতিযোগিতা, প্রাসঙ্গিক বিষয় নিয়ে গণমাধ্যম প্রতিযোগিতা।
ধুর বলেন, ‘আইএইচএল প্রচার ও বাস্তবায়নে বাংলাদেশের প্রচেষ্টা তুলে ধরতে আমি উচ্চ পর্যায়ের কর্তৃপক্ষ, শিক্ষাবিদ ও সাধারণ দর্শকদেরও সম্পৃক্ত করব।’
তিনি বলেন, ‘আজ আমরা জেনেভা কনভেনশনের ৭৫তম বার্ষিকী উদযাপনের সঙ্গে সঙ্গে অবশ্যই মানবতার নীতির প্রতি আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে হবে, যা এক শতাব্দীর তিন-চতুর্থাংশ সময় ধরে আমাদের পথ দেখিয়েছে।’
ধুর বলেন, “তারা প্রতিকূলতার মধ্যে মানবতার শক্তির সাক্ষ্য দেয়। এই ঐতিহাসিক ক্ষণে আসুন আমরা রেড ক্রসের প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্টের কথাগুলো স্মরণ করি- ‘আরও বেশি মানবিক হতে শেখার মধ্যেই সত্যিকারের অগ্রগতি নিহিত।’
আরও পড়ুন: জ্যামাইকা ও ডোমিনিকান প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হাছান মাহমুদের বৈঠক