বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আগস্ট মাসে ২১৫ কোটি ২৯ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী, অস্ত্র, গোলাবারুদ ও মাদক জব্দ করেছে।
রবিবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
আরও পড়ুন: টেকনাফে বিজিবির অভিযানে ৪ লাখ ৩৪ হাজার ইয়াবা জব্দ
জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে-
২১ লাখ ৮৫ হাজার ৪৭৫টি ইয়াবা, ৮ দশমিক ৪২০ কেজি ক্রিস্টাল মেথ, ১০ হাজার ৪২৮ বোতল ফেনসিডিল, ২৪ হাজার ৭১৭ বোতল বিদেশি মদ, ৯৮৫ লিটার দেশি মদ, ৪ হাজার ৬৪৪টি বিয়ারের ক্যান, ১ দশমিক ২১৫ কেজি গাজা, ৪ লাখ ৪৫ হাজার ২৫টি সিগারেটের প্যাকেট, ৬৫ হাজার ৩৪৭টি ইনজেকশন, ৭ হাজার ৫০৫টি এসকুফ সিরাপ, ২ দশমিক ৫০০ কেজি কোকেন, ২ হাজার ৭৪২টি এমকেডিল/কফিডিলের বোতল, ২৬ হাজার ৫০৫টি সেনেগ্রা ট্যাবলেটের টুকরা এবং ১৩ লাখ ৩১ হাজার ৫৫৬টি বিভিন্ন ধরনের ট্যাবলেট।
জব্দ করা অস্ত্রের মধ্যে রয়েছে-
৫টি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ১৮ রাউন্ড গুলি।
অন্যান্য চোরাচালান সামগ্রীর মধ্যে রয়েছে-
৩৩.৩৪ কেজি স্বর্ণ, ৩৫ দশমিক ৭৫৮ কেজি রূপা, ২ লাখ ৮৬ হাজার ৮৯২টি প্রসাধনী, ১৮ হাজার ৩২১টি ইমিটেশন গয়না, ১৯ হাজার ৮৫৭টি শাড়ি, ৭ হাজার ৩২৩টি থ্রি পিস, শার্ট পিস, বিছানার চাদর ও কম্বল, ১ হাজার ৬২৮টি সিএফটি কাঠ, ৯ হাজার ৯৩২ কেজি চা পাতা, ৫১ হাজার ৮৯০ কেজি কয়লা, ৪টি কাভার্ড ভ্যান, ৫টি পিক আপ, ২টি ব্যক্তিগত গাড়ি, ২টি কষ্টিপাথরের মূর্তি, ৬৪টি মোটরসাইকেল এবং ২৭টি সিএনজি/ব্যাটারি/চান্দেরগাড়ি অটোরিকশা।
এদিকে, বিজিবি অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টাকারী ২৭৩ জন চোরাকারবারী, ২৮ বাংলাদেশি, ১২৪ মিয়ানমারের নাগরিক এবং ৪ ভারতীয় নাগরিককে আটক করেছে।
আরও পড়ুন: ৪ দিনব্যাপী বিজিবি-বিএসএফ আঞ্চলিক কমান্ডার পর্যায়ের সম্মেলন শুরু
চুয়াডাঙ্গায় কোমরের বেল্ট থেকে ১৭টি স্বর্ণের বার উদ্ধার: বিজিবি