আগামী বছর থেকে দেশের সকল সরকারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে দুদিন সাপ্তাহিক ছুটি কার্যকর করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শনিবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নতুন কারিকুলাম উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি একথা জানান।
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় পর্যায়ে এখনই সাপ্তাহিক দুইদিন ছুটি আছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কোথাও কোথাও এখন দুইদিন আছে। আমরা যখন কারিকুলামের রূপরেখা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলাম তখনই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষায় দুইদিন ছুটি করতে চাই।’
আরও পড়ুন: ২২ ফেব্রুয়ারি খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান: শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রী পরে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানকেও এ পরিকল্পনায় যুক্ত করেছেন বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৩ সাল থেকে সাপ্তাহিক ছুটি থাকবে দুদিন করে। পাশাপাশি নতুন কারিকুলামে যুক্ত হওয়া ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখন থেকেই সপ্তাহে দুদিন ছুটি পাবে।
তিনি বলেন, আজ নতুন কারিকুলামের পাঠ্যবই উদ্বোধন করা হলো। যেহেতু এটি সম্পূর্ণ নতুনভাবে প্রণয়ন করা হয়েছে, সে কারণে নানা ধরনের ভুল-ভ্রান্তি চিহ্নিত হতে পারে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, নতুন কারিকুলাম পাইলটিং শুরু হলে প্রতি সপ্তাহে আমরা ফিডব্যাক পাবো। সেসব ফিডব্যাক পেলে বোঝা যাবে আমাদের প্রচেষ্টা কতটুকু সফল। আশা করি, শিক্ষার্থীরা এসব বই হাতে পেলে আনন্দ নিয়ে পড়ালেখা করবে।
আরও পড়ুন: কওমি মাদ্রাসাগুলোকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন: শিক্ষামন্ত্রী
সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য কারিগরি শিক্ষা শুরুর বিষয়ে মন্ত্রী বলেন, ‘শিক্ষা খাতে বিশাল বিনিয়োগের প্রয়োজন হবে। কারণ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে কারিগরি করার জন্য ওয়ার্কশপ, ল্যাবরেটরি, সরঞ্জামের মতো অবকাঠামোগত বড় ধরনের সংস্কার করতে হবে।’
তিনি বলেন, ইতোমধ্যে ৬০০টি শিক্ষা প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা চালু করা হয়েছে। এটি পর্যায়ক্রমে করা প্রয়োজন হবে না একবারে কারণ আমরা নতুন পাঠ্যক্রমে জীবন ও জীবিকার বিষয় অন্তর্ভুক্ত করেছি।