শুক্রবার সকালে সর্বানন্দ সোনোয়ালের বাসভবনে তারা মিলিত হন এবং আলোচনায় দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন: মানুষে-মানুষে বন্ধন বাড়িয়ে তুলতে পারে শিল্প: ভিয়েতনামের রাষ্ট্রদূত
বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে অবহিত করে হাইকমিশনার বলেন, বাংলাদেশ এখন উন্নয়নে পথে অনেকদূর অগ্রসর হয়েছে এবং অর্থনৈতিকভাবে অনেক সুদৃঢ় অবস্থানে রয়েছে।
বাংলাদেশ বর্তমান উন্নয়ন চিত্র সম্পর্কে আসামের জনগণকে পরিচিত করাতে ও দু’দেশের মধ্যে পারস্পরিক সাংস্কৃতিক বিনিময়ের এবং ইয়ুথ এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে এ দুই অঞ্চলের জনগণের মধ্যে নিবিড় যোগাযোগ স্থাপনের প্রতি বাংলাদেশ হাইকমিশনার জোর দেন।
মুখ্যমন্ত্রী সোনোয়াল দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও বাণিজ্য জটিলতা নিরসনে দু’দেশের বাণিজ্য প্রতিনিধি ও আমদানি রপ্তানির সাথে সরাসরি জড়িতদের মধ্যে নিয়মিত বৈঠক ও যোগাযোগের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় গৌহাটিতে নিযুক্ত বাংলাদেশের সহকারি হাইকমিশনার ও বাংলাদেশ হাইকমিশন নয়াদিল্লির প্রথম সচিব উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কসমস সেন্টারে প্রধানমন্ত্রীকে নিয়ে প্রদর্শনী দেখলেন মার্কিন রাষ্ট্রদূত
এর আগে, বৃহস্পতিবার দুপুরে মোহাম্মদ ইমরান তামাবিল শুল্ক স্থলবন্দর ইমিগ্রেশন কেন্দ্র পরির্দশন করেন।
এ সময় তিনি স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি, তামাবিল চুনা পাথর , পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপ এবং তাবামিল ইমিগ্রেশন ও কাস্টামস কর্মকর্তারাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
এছাড়া, তিনি বাংলাদেশ-ভারত সীমান্ত সংলগ্ন বধ্যভূমি পরির্দশন করেন ও মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
আরও পড়ুন: শিল্পকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে হবে: দোরাইস্বামী
গ্যালারি কসমসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘটনাবহুল জীবন প্রদর্শিত
হাইকমিশনার মোহাম্মদ ইমরান দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ স্থানসমূহ পরিদর্শনের লক্ষ্যে ভারতের আসাম ও মেঘালয় রাজ্যে সফর করছেন।