কসমস গ্রুপের অধীনে বাংলাদেশের একমাত্র বেসরকারি সংবাদ সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশে (ইউএনবি) আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার দিবসটি উপলক্ষে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন কসমস গ্রুপের ভাইস প্রেসিডেন্ট এবং ইউএনবির ডিরেক্টর নাহার খান।
মঙ্গলবার দিবসটি উপলক্ষ্যে ইউএনবিতে নারী কর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো এবং কেক কাটা হয়।
এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য হচ্ছে 'টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য।’
আরও পড়ুন: আন্তর্জাতিক নারী দিবসে জাতিসংঘ মহাসচিবের বাণী
ইউএন উইমেন এক বিবৃতিতে জানিয়েছে, ২০২২ সালে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে লিঙ্গ সমতা অর্জনের জন্য পরিবেশগত ও দুর্যোগ ঝুঁকি হ্রাস গুরুত্বপূর্ণ। যা একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় বৈশ্বিক চ্যালেঞ্জগুলোর একটি৷
ইউএন উইমেন বিবৃতিতে আরও বলেছে, ‘লিঙ্গ সমতা ছাড়া টেকসই ও সমতাভিত্তিক ভবিষ্যত আমাদের নাগালের বাইরে থেকে যাবে।’ আন্তর্জাতিক নারী দিবস ২০২২-এর প্রচারের থিম হল হ্যাশট্যাগ ব্রেক দ্য বায়াস।
সমতার জন্য নারীদের আন্দোলন ও সংগ্রামকে উদযাপন করতে প্রতি বছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়।
দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।
আরও পড়ুন: আন্তর্জাতিক নারী দিবস আজ