চাঁদপুরে ব্যাটারিচালিত ইজিবাইকে খেলতে গিয়ে দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২ টায় শহরের গুনরাজদী এলাকার আব্দুর রশিদ পাটওয়ারী সড়কের পাশে পার্কিং করা ইজিবাইকে খেলার সময় চাবি ঘুরিয়ে হঠাৎ চালু করায় এ দুর্ঘটনা ঘটে। এতে শিশুটির এক খেলার সাথীও গুরুতর আহত হয়।
নিহত শিশু আফিক হোসেন (৫) ব্যবসায়ী ওই এলাকার হারেস সর্দারের ছেলে।
আহত শাহিনকে (৪) চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
প্রত্যক্ষদর্শীরা জানান, চালক বাবুল মিয়া রাস্তার ওপর ইজিবাইকটি রেখে বাড়ি থেকে জরুরি জিনিসপত্র আনতে বসতঘরে যান। তখন ভুলবশত ইজিবাইকের চাবিটি গাড়িতে রেখে যান। এরই মধ্যে কৌতূহলী শিশু আফিক সহপাঠী শাহিনকে নিয়ে ইজিবাইকে উঠে চাবি ঘুরালে এটি চালু হয়ে রাস্তার পাশের দেয়ালে গিয়ে সজোরে ধাক্কা খায়। এসময় শিশু আফিক ছিটকে গিয়ে দেয়ালের সঙ্গে বাড়ি খায়। এতে তার মাথায় প্রচন্ড আঘাত লাগে। শাহিনও আঘাত পায় শরীরে।
সঙ্গে সঙ্গে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আফিককে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শাহিন হাসপাতালে চিকিৎসা নেয়।
হাসপাতালের চিকিৎসক ডা. সাগর মজুমদার ইউএনবিকে জানান, অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আসার পথে আফিক নামের শিশুটি মারা যায়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুল রশিদ এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, এ ঘটনায় আপোষ মীমাংসা হয়ে গেছে। তাই কোন মামলা হয়নি।