কিশোরগঞ্জের ইটনা হাওরে নৌ দুর্ঘটনায় মোহাম্মদ মুসলিম মিয়া (৫০) নামে এক মাঝি নিখোঁজের ২২ ঘন্টা পরও উদ্ধার হয়নি।
গত সোমবার রাত ৮টার দিকে জেলার ইটনা উপজেলার সদর ইউনিয়নের বলদা ফেরিঘাট এলাকা এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, সুনামগঞ্জ থেকে পাথর বোঝাই একটি বাল্কহেড (স্টিলের নৌকা) ময়মনসিংহের নান্দাইল উপজেলার তারা বাজার যাওয়ার পথে, ইটনার বলদা ফেরিঘাট এলাকায় ধনু নদীর পাড়ে আটকে পড়ে।
আরও পড়ুন: লালমনিরহাটে তিস্তায় নৌকাডুবি, ৩ কৃষক নিখোঁজ
বাল্কহেডটি ছাড়াতে অন্য একটি নৌকার সাহায্য নেন তারা। এসময়, বাল্কহেডটি ছাড়ানোর সময় বৈঠার আঘাতে মাঝি মুসলিম মিয়া পানিতে পড়ে নিখোঁজ হন।
খবর পেয়ে, রাতেই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে ইটনা ও কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ডুবরি দল। মঙ্গলবার সারাদিন দু’টি ইউনিট উদ্ধার অভিযান চালিয়েও নিখোঁজ মাঝির সন্ধান পায়নি।
আরও পড়ুন: দিনাজপুরে নদীতে গোসল করতে নেমে ২ মাদরাসাছাত্র নিখোঁজ
নিখোঁজ মাঝি মোহাম্মদ মুসলিম মিয়া সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার শ্রীপুর গ্রামের মন্ডল মিয়ার ছেলে।
ইটনা ফায়ার সার্ভিসের অধিনায়ক মো. নাসির উদ্দীন বলেন, গতকাল (সোমবার) রাত থেকে আমাদের দু’টি ইউনিট উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। আমরা ঘটনাস্থলে রয়েছি, এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি।
আরও পড়ুন: কোম্পানীগঞ্জে নৌকাডুবি: নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার