সিলেটের কোম্পানীগঞ্জ ভোলাগঞ্জ ধলাই নদীতে পাথরবোঝাই নৌকা ডুবে নিখোঁজ হওয়া শ্রমিক নিহত অফিক মিয়ার (৪৩) লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার ভোর ৫টার দিকে উপজেলার ভোলাগঞ্জ রেলওয়ে বাংকারের মসজিদের পূর্ব দিকে নদী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কালিবাড়ী গ্রামের মৃত মইবুর রহমানের ছেলে অফিক মিয়া।
আরও পড়ুন: খুলনায় ৬ মাস বয়সী অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার
কোম্পানীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহফুজুর রহমান বলেন, অফিকের পরিবারের লোকজন লাশ শনাক্ত করেছেন। লাশটি উদ্ধার করে ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে।
পুলশি ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে টহলরত পুলিশের অগোচরে ভোলাগঞ্জ জিরো পয়েন্টে ১২৫১ পিলারের পাশে চিপ স্টোন বা গুঁড়া পাথর তুলতে যান অফিক মিয়াসহ ৪ শ্রমকি। পাথর ভর্তি করার পর নদীতে প্রবল স্রোত থাকার কারণে এবং তাড়াহুড়া করতে গিয়ে ১২৫১ পিলারের পাশেই নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় রফিক, সফিক ও জজ মিয়া নামে আরও তিন শ্রমিক সাঁতরে তীরে উঠে। কিন্তু অফিক নিখোঁজ ছিলেন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, নিখোঁজ শ্রমিকের লাশ ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার