ইলিশ মাছের চাহিদা পূরণে এরই মধ্যে সরকার নানা প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।
শুক্রবার (১৪ জুলাই) সকালে বরিশালের সার্কিট হাউজে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ইলিশের চাহিদা পূরণ করতে সরকারিভাবে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলেদের আর্থিক সহায়তা প্রদানসহ নদীর প্রবাহমানতা বাড়াতে এবং গতিশীল করতে ইতোমধ্যে সরকারের বিভিন্ন দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া মাংসে বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ বলেও জানান প্রাণিসম্পদমন্ত্রী। তিনি বলেন, উৎপাদন বাড়ার কারণে এখন মাংস বিদেশে রপ্তানিও করছে বাংলাদেশ। ফলে এই খাত থেকে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে বাংলাদেশ।
মন্ত্রী আরও বলেন, এই খাতের উন্নয়নের লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের আরও পরিকল্পনা রয়েছে। খুব দ্রুত সময়ে এ পরিকল্পনা বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করা হবে।
আরও পড়ুন: সমুদ্র সম্পদ নিয়ে গবেষণা ও বিনিয়োগের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর
জীবাণু সংক্রমণে সাফারি পার্কে প্রাণীর মৃত্যু ঘটছে : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
অসাংবিধানিক উপায়ে ক্ষমতায় যেতে চাওয়া রাষ্ট্রদ্রোহিতা: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী