করোনার কারণে দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর সোমবার কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সশরীরে ক্লাস শুরু হয়েছে।
এর আগে গত ৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ২৬৩তম সিন্ডিকেট সভায় সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
ক্যাম্পাস সূত্র জানায়, প্রায় ১০টি বিভাগ করোনার স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ক্লাস নিয়েছে। উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীরা ক্লাসে অংশ নিয়েছেন।
দীর্ঘদিন পর ক্লাসের যোগদান করে খুশি শিক্ষার্থীরা।
গত ৯ অক্টোবর আবাসিক শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল হল খুলে দেয়া হয়। তবে করোনার টিকার কমপক্ষে এক ডোজ নেয়া শিক্ষার্থীদেরই শুধু হলে উঠার অনুমতি দেয় কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ইবিতে গুচ্ছ পদ্ধতিতে 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন