আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর-সিলেট রুটে যাত্রীদের সুবিধার্থে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
চাঁদপুর রেলওয়ে স্টেশন মাস্টার শোয়াইবুল সিকদার জানান, ঈদের আগে ৪ দিন এবং পরে ৫ দিন আট বগি বিশিষ্ট ট্রেনটি চলবে।
তিনি আরও বলেন,‘আমাদের অনুরোধে পরীক্ষামূলকভাবে এই প্রথম চাঁদপুর-সিলেট রুটে বিশেষ ট্রেন চালানো হবে। আমরা ইতোমধ্যে এ সংক্রান্ত আদেশের অনুলিপি পেয়েছি।’
স্টেশন মাস্টার জানান, অন্যান্য ট্রেনের মতো সব স্টেশন থেকে টিকিট সংগ্রহ করা যাবে। টিকিটের মূল্য ২০০ টাকা।
তিনি আরও বলেন, আশা করছি এর মধ্য দিয়ে চাঁদপুর রেলওয়ের যোগাযোগ ব্যবস্থা আরও একধাপ এগিয়ে যাবে।
আরও পড়ুন: ঈদ যাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৭ এপ্রিল