কক্সবাজারের উখিয়া উপজেলার করইবুনিয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে। এসময় পাঁচ জনকে আটক করেছে বিজিবি।
আটক ব্যক্তিরা হলেন-জালিয়াপালং পাইন্যাশিয়া চরপাড়ার মৃত কবির আহম্মদের ছেলে মো. মাহবুব (৩০), ইকবাল হোসেনের স্ত্রী সুফিয়া সুলতানা সুমি (২৬), আলী আহম্মদের স্ত্রী ফাতেমা বেগম (৬৫), চাকবৈঠা পশ্চিম দিঘীনালার মো. কালু মিয়ার ছেলে মো. রফিক উল্লাহ ও মো. রফিক আলম।
শনিবার (২৩ এপ্রিল) দুপুরে বিজিবি রামু সেক্টর কমান্ডারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কক্সবাজার বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ব লেফটেন্যান্ট কর্ণেল মো. মেহেদী হোসাইন কবির।
তিনি জানান, ২২ এপ্রিল দিবাগত মধ্যরাতে অভিযান পরিচালনা করে করইবুনিয়া এলাকার শীর্ষ মাদক কারবারি ইকবাল হোসেনের বাড়ি তল্লাশি করে প্রথমে ৫০ হাজার ইয়াবাসহ চারজনকে আটক করা হয়।
পরে তাদের জিজ্ঞাসাবাদে রেজুপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আরও ৬ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া তারই সিন্ডিকেটের অপর সদস্য মো. রফিক আলমকে গর্জনবুনিয়া সীমান্ত থেকে ৪০ হাজার ইয়াবাসহ আটক করা হয়।