জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে গণপদযাত্রা বাধার মুখে পড়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর শিক্ষা ভবনের সামনে এসে পুলিশ ও আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থানে থাকতে দেখা গেছে।
এরআগে দুপুর আড়াইটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ পদযাত্রা শুরু হয়। এরআগে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়। পরে বেলা তিনটার পর শিক্ষাভবন মোড়ে এলে পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। তারা শিক্ষাভবন মোড়ে আসার আগেই পুলিশ ব্যারিকেড দেয়।
আরও পড়ুন: শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীকে ধৈর্যের সঙ্গে কাজ করতে হবে: সেনাপ্রধান