শেরপুরে যাত্রীবেশে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নালিতাবাড়ী থানার ওসি মনিরুল আলম ভূঁইয়া জানান, নালিতাবাড়ী থানা পুলিশ শনিবার রাতে ঘাতক আলমগীর হোসেন ও তার খালু মো. নুরুল ইসলামকে আটক করে।
গ্রেপ্তার আলমগীর হোসেন (৪০) নালিতাবাড়ীর রামচন্দ্রকুড়া ইউনিয়নের কাকরকান্দি গ্রামের আব্দুল জুব্বারের ছেলে এবং তার খালু নুরুল ইসলাম (৬৫) কালাকুমা গ্রামের বাসিন্দা।
ওসি মনিরুল জানান, গ্রেপ্তার ২ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে দুর্বৃত্তের হামলায় অটোরিকশাচালক নিহত, আহত ভাই-ভাতিজা
রবিবার দুপুরে জেলা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোনালিসা বেগম।
তিনি জানান, ঋণের টাকা পরিশোধ করতে কাকরকান্দি এলাকায় পিটাপুনি গ্রামের সাফায়াত উল্লাহর ছেলে অটোরিকশা চালক মোশারফ হোসেনকে (৪২) হত্যা করেন ট্রাক্টর চালক আলমগীর হোসেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ১৩ মার্চ মোশারফ হোসেনের অটোরিকশায় উঠে তাকে জুসের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন তিনি। তারপর ধানখেতের পাশে লাশ ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যান। পরে খালু নুরুল ইসলামের সহায়তায় অটোরিকশার ৪টি ব্যাটারি ৩০ হাজার ৮০০ টাকায় বিক্রি করে দেন।
এ ঘটনায় অভিযান চালিয়ে নালিতাবাড়ী থানা পুলিশ শনিবার রাতে আলমগীর হোসেন ও তার খালু মো. নুরুল ইসলামকে আটক করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া অটোরিকশা, ৪টি ব্যাটারি ও ব্যাটারি বিক্রির ৩০ হাজার ৮০০ টাকার মধ্যে ৮ হাজার টাকা জব্দ করে পুলিশ।