জিডিপির অনুপাতে বাংলাদেশের ঋণের পরিমাণ অনেক কম এবং রিজার্ভের পরিমাণ প্রতিনিয়ত বাড়ছে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ঋণের ফাঁদে পড়ার কোন আশঙ্কা নেই বাংলাদেশের।
অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- চায়না অ্যালামনাই এবিসিএ’র আয়োজনে ‘গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭২তম বার্ষিকী’ ও ‘চীন-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী’ বিষয়ক এক অনলাইন সেমিনারে মন্ত্রী এসব কথা বলেন।
বাংলাদেশ চিন্তাভাবনা করেই বিদেশি ঋণ নেয় মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘আগামী দিনগুলোতে বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক আরও বাড়বে। বাংলাদেশে চীনা কোম্পানিগুলোর বিনিয়োগ এবং দুই দেশের সরকারের মধ্যে সহযোগিতা আরও বাড়বে বলেও প্রত্যাশা করেন পরিকল্পনা মন্ত্রী।
মন্ত্রী এ সময় চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ফিরিয়ে নিতে চীন সরকার সব ধরনের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।
অনুষ্ঠানে ঢাকায় চীনা দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর ও ডেপুটি চিফ অব মিশন ইয়ান বলেন, ‘চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ফিরিয়ে নিতে কাজ করছে সেদেশের সরকার।’
করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের ফেরত নেয়া হবে বলে জানান তিনি।