অতীতের ভুল এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঋণ দেওয়ার আগে ঋণের বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করতে ব্যাংক মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে অর্থ বিভাগের সম্মেলন কক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) নবনির্বাচিত চেয়ারম্যান আবদুল হাই সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, 'অতীতের মতো যাতে কোনো বিচ্যুতি না হয়, সেজন্য বর্তমান পরিস্থিতিতে যথাযথ যাচাই-বাছাই করে ঋণ অনুমোদনের জন্য আমি তাদের (বিএবি) অনুরোধ করেছি।’
আরও পড়ুন: ৭ প্রতিষ্ঠানের শেয়ার হস্তান্তর স্থগিত রাখতে এনবিআরের নির্দেশ
ড. সালেহউদ্দিন বলেন, অন্তর্ভুক্তিমূলক ঋণদানে ব্যাংকগুলোর অগ্রাধিকার দিতে হবে, বিশেষ করে আবাসন, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) জন্য, যারা প্রায়ই ঋণ প্রাপ্তিতে সমস্যার সম্মুখীন হয়।
ব্যাংকিং কার্যক্রমে শুদ্ধাচার বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বিএবি নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, 'আপনাদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করুন।’
সাক্ষাৎকালে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত বিএবি প্রতিনিধিদল ব্যাংকিং খাতের চলমান চ্যালেঞ্জ ও সম্ভাব্য সংস্কার নিয়ে আলোচনা করেন। ড. সালেহউদ্দিন স্বীকার করেন, এই খাতটি বর্তমানে ঋণ বিতরণ সমস্যা এবং তারল্য সংকটে ভুগছে।
এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের অঙ্গীকারের কথা উল্লেখ করে তিনি বলেন, 'আমরা তাদেরকে আশ্বস্ত করেছি এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আমরা কথা বলব।’
ভবিষ্যতে ব্যাংকিং খাতের যেকোনো সংস্কার উদ্যোগে তাদের মতামত বিবেচনার অনুরোধ জানান বিএবি নেতারা। জবাবে ড. সালেহউদ্দিন নীতি সংস্কারে বেসরকারি ব্যাংকগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করার সরকারের ইচ্ছার কথা উল্লেখ করে তাদের আশ্বস্ত করে বলেন, 'আমরা তাদের সঙ্গে আলোচনা করে তা করব।’
আরও পড়ুন: পদ্মা ব্যাংক থেকে ১২৬ কোটি ৯৫ লাখ টাকা উদ্ধারে মন্ত্রণালয়ের সহায়তা চাইল জীবন বীমা