জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মঙ্গলবার রাজশাহী ও রংপুর বিভাগে ৭১২ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন প্রকল্পসহ দুই হাজার ৬৬৫ কোটি টাকা ব্যয়ে মোট ৯টি প্রকল্প অনুমোদন দিয়েছে।
বুধবার রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে একনেক সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান।
তিনি বলেন, ‘আজ সংশোধিত প্রকল্পসহ মোট ৯টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে দুই হাজার ৬৬৫ কোটি ২১ লাখ টাকা (সংশোধিত প্রকল্পসমূহের অতিরিক্ত ব্যয়সহ)।
রাজস্ব সংগ্রহ বাড়ানো এবং সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুতের সিস্টিম লস কমানোর রক্ষ্যে রাজশাহী ও রংপুর বিভাগে দ্য নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লিমিটেডের আওতাধীন এলাকায় ‘স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন’-শিরোনামের প্রকল্পের কাজ আগামী ২০২৪ সালের জুন মাসে বাস্তবায়িত হবে।
নেসকো মোট ১২ লাখ স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপনের প্রকল্পটি বাস্তবায়ন করবে। এই দুই বিভাগের ১৪টি বিভাগের দুটি সিটি করপোরেশন এবং ৩৩টি জেলায় ১১ লাখ ১৩ হাজার ৬০৮টি সিঙ্গেল ফেজ এবং ৮৬ হাজার ৩৯২টি তিন ফেজে কাজ করা হবে।
আরও পড়ুন: একনেকে ৫ হাজার ৮২৬ কোটি টাকার ১১টি প্রকল্পের অনুমোদন