এই বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং সমমানের পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের ফলাফলে গত বছরের তুলনায় বেশ উন্নতি হয়েছে। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি দুটোই বেড়েছে।
এ বছর মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৬৬ শতাংশ, যা গত বছর ছিল ৭৪ দশমিক ৭০ শতাংশ।
এছাড়া জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দ্বিগুণেরও বেশি হয়েছে। এ বছর মাদ্রাসা বোর্ড থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১৪ হাজার ২০৬ জন, যা গত বছর ছিল ৬ হাজার ২১৩ জন।
অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফলে দেখা গেছে বিপরীত চিত্র।
আরও পড়ুন: এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৪: বিদেশি কেন্দ্রে পাস ৮৫.৮৮%
এ বছর কারিগরির শিক্ষার্থীর পাসের হার ৮১ দশমিক ৩৮ শতাংশ, যা গত বছর ছিল ৮৬ দশমিক ৩৫ শতাংশ।
চলতি বছর এ বোর্ডে ৪ হাজার ৭৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যা গত বছর ছিল ১৮ হাজার ১৪৫ জন।
এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২৯ হাজার ৮৬১টি প্রতিষ্ঠানের ৩ হাজার ৭৯৯টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।