পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, আলোচনা ও যৌথ প্রচেষ্টার মাধ্যমে সমস্যার সমাধান করে বাংলাদেশ এ অঞ্চলের দেশগুলোর সঙ্গে একত্রে চলতে চায়।
তিনি অংশীদার দেশগুলোর মধ্যে ভালো অনুশীলন ভাগাভাগি করার ওপরও জোর দেন, কারণ বাংলাদেশ এই অঞ্চলে সহযোগিতা চায়।
প্রতিমন্ত্রী শনিবার ঢাকায় ৬ষ্ঠ ‘ইন্ডিয়ান ওশান কনফারেন্স’-এর ফাঁকে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র বিষয়ক সহকারী মন্ত্রী, জাপানের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী এবং সংযুক্ত আরব আমিরাতের সহকারী মন্ত্রীর সঙ্গে পৃথক তিনটি দ্বিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, ইন্ডিয়ান ওশান কনফারেন্স-এ অংশগ্রহণকারী নেতারা আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অগ্রগতি এবং শেখ হাসিনার অব্যাহত প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন।
আরও পড়ুন: বাংলাদেশ ও শ্রীলঙ্কা মেরিটাইম সেক্টর নিয়ে আরও কাছাকাছি আসতে পারে: নৌপ্রতিমন্ত্রী
শাহরিয়ার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতি হিসেবে আবির্ভূত হয়েছে।
তিনি বলেন, ২০২৯ সাল পর্যন্ত শুল্কমুক্ত সুবিধার মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে বাংলাদেশ তার অংশীদারদের কাছ থেকে সহায়তা চায়।
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সফরে জাপানের সঙ্গে চুক্তি ও সই করা যৌথ যোগাযোগের বিষয়টি সরকার খতিয়ে দেখছে, যাতে লক্ষ্যমাত্রাগুলো দ্রুত অনুসরণ করা যায়।
আরও পড়ুন: পৃথিবীর বর্ধিষ্ণু অর্থনৈতিক অঞ্চল হলো এশিয়া: শাহরিয়ার আলম