করোনা মহামারির কারণে টানা দুই বছর বাতিলের পর বাংলাদেশ থেকে প্রায় ৫৭ হাজার ৮৫৬ জন হজযাত্রীকে এ বছর হজ করার অনুমতি দেয়া হবে।
বুধবার এক ভিডিও বার্তায় ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এ তথ্য জানান।
এর আগে সৌদি আরবের হজ কর্তৃপক্ষ ৯ এপ্রিল এক বিবৃতিতে, ২০২২ সালে দেশের ভেতর ও বাইরে থেকে আসা হজযাত্রীর সংখ্যা বাড়িয়ে ১০ লাখে উন্নীত করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, হজ পালনের জন্য হজযাত্রীদের ৬৫ বছরের কম বয়সী হতে হবে এবং তাদের বাধ্যতামূলক সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদিত করোনার টিকা নেয়া থাকা লাগবে।
আরও পড়ুন: এ বছর হজ করতে পারবেন ১০ লাখ মানুষ
বিবৃতিতে আরও বলা হয়েছে, বিদেশ থেকে যাওয়া সব হজযাত্রীর বিমান ছাড়ার ৭২ ঘণ্টার মধ্যে করোনার পিসিআর পরীক্ষার নেগেটিভ সনদ থাকতে হবে।
মন্ত্রণালয় বলছে, করোনা মোকাবিলায় সৌদি আরব যে সফলতা অর্জন করেছে তা বজায় রেখে সর্বোচ্চ সংখ্যক হজযাত্রীকে হজে অংশ নেয়ার অনুমতি দেয়ার চেষ্টা করা হয়েছে।
স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে বর্ধিত হজযাত্রীর এই সংখ্যা কোটা অনুযায়ী দেশগুলোর মধ্যে ভাগ করে দেয়া হবে।
সরকারি তথ্য অনুযায়ী, গত বছর ৫৮ হাজার ৭৪৫ জন হজ পালন করেছিলেন।
করোনা মহামারির আগে প্রতিবছর প্রায় ২৫ লাখ মানুষ সৌদি আরবে হজ করতে যেতেন।
আরও পড়ুন: এবার হজ ব্যবস্থাপনা আরও উন্নত হবে: ধর্ম প্রতিমন্ত্রী