করোনার নতুন ধরন ওমিক্রনের বিরুদ্ধে কোভিড বুস্টার ডোজ কতটা কার্যকর প্রভাব রাখতে পারে তা বিশ্লষণ করে যুক্তরাজ্যের গবেষকরা বলেছেন, করোনার নতুন এ ধরন থেকে সৃষ্ট গুরুতর অসুস্থতার বিরুদ্ধে বুস্টার ডোজ প্রায় ৮৫ শতাংশ সুরক্ষা দিতে পারে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বলেছে, টিকা করোনার আগের ধরনের বিরুদ্ধে যে সুরক্ষা দিয়েছে এ এ ধরনে কিছুটা কম দেবে।
আর এ তথ্য এমন সময়ে জানা গেলো যে দিন, বৃহস্পতিবার, যুক্তরাজ্যে রেকর্ড ৮ লাখ ৬১ হাজার ৩০৬ জনকে করোনার বুস্টার ডোজ দেয়া হয়েছে। করোনার ওমিক্রন ধরন নিয়ে সীমিত তথ্যের ওপর ভিত্তি করে লন্ডনের ইমপেরিয়াল কলেজ এ তথ্য প্রকাশ করেছে।
আরও পড়ুন: ওমিক্রনের বিরুদ্ধে ফাইজারের পিল কার্যকর
গবেষকরা বলছেন, দ্রুত সংক্রমক করোনার এ নতুন ধরন সম্পর্কে আরও বাস্তব তথ্য জানা না পর্যন্ত উচ্চ মাত্রার অনিশ্চিয়তা রয়েছে।
প্রাথমিকভাবে ইমপেরিয়াল কলেজের গবেষণায় ধারণা করা হচ্ছে, ওমিক্রনের বিরুদ্ধে টিকার কার্যকারিতা কিছুটা কমবে। এমনকি বুস্টার ডোজ দিয়েও ওমিক্রন থেকে সৃষ্ট গুরুতর রোগের বিরুদ্ধে প্রায় ৮০ থেকে ৮৫.৯ শতাংশ সুরক্ষা পাওয়া যাবে। যা করোনার ডেল্টা ধরনের বিরুদ্ধে ছিল প্রায় ৯৭ শতাংশ।
ইমপেরিয়াল কলেজের গবেষক অধ্যাপক আজরা গনি বলেন, করোনার ওমিক্রন ধরন থেকে সৃষ্ট রোগ আগের ধরন থেকে সৃষ্ট রোগের তুলনায় কতটা গুরুতর হবে সে ব্যাপারে অনিশ্চয়তা রয়েছে।
তিনি বলেন, ‘যদিও এটি সম্পূর্ণরূপে বুঝতে বেশ কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। তবে সম্ভাব্য প্রভাব কীভাবে প্রশমিত করা হবে সে বিষয়ে সরকারকে এখনই পরিকল্পনা নেয়া প্রয়োজন।’
আরও পড়ুন: ওমিক্রনে প্রথম মৃত্যু যুক্তরাজ্যে