দেশে গেল ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১১৭ জনের, যা ৫৩ দিনের মধ্যে সর্বনিম্ন। এর আগে ৩০ জুন ১১৫ জনের মৃত্যু হয়েছিল। এনিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৩৯৯ জনে। তবে গত ২৪ ঘণ্টায় শনাক্ত বেড়েছে। এসময় আরও ৫ হাজার ৭১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৬৭ হাজার ৭১৫ জনে দাঁড়িয়েছে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুনঃ সিলেটে নতুন ১২ জনসহ করোনায় ৯৯৬ মৃত্যু
এর আগে রবিবার অধিদপ্তর জানিয়েছিল, আগের ২৪ ঘণ্টায় ১৩৯ জনের মৃত্যু এবং ৪ হাজার ৮০৪ জন শনাক্ত হয়েছিল।
গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৭৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১৫.৫৪ শতাংশ।
আরও পড়ুনঃ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনায় মৃত্যু ৬
এই পর্যন্ত করোনায় দেশে মৃত্যুর হার ১.৭৩ শতাংশ। মোট সুস্থ হয়েছে ১৩ লাখ ৭২ হাজার ৮৫৬ জন। সুস্থতার হার ৯৩.৫৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪০ জন, খুলনা বিভাগে ১১ জন, চট্টগ্রামে ২৯ জন, রংপুরে ৯ জন, বরিশালে এক জন, সিলেটে ১৩ জন, রাজশাহীতে ১০ জন এবং ময়মনসিংহে ৪ জন মারা গেছেন।