করোনায় চলে গেলেন ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) চুয়াডাঙ্গা প্রতিনিধি আরিফুল ইসলাম ডালিম। বৃহস্পতিবার দুপুর ২টা ৪০ মিনিটে সাভার এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৩৯ বছর।
অকাল প্রয়াত ডালিম স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুনগ্রাহী রেখে গেছেন।
ইউএনবির পাশাপাশি ডালিম যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি এবং চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকও ছিলেন।
আরও পড়ুন: প্রবীণ ফটোসাংবাদিক লুৎফর রহমান বীনু মারা গেছেন
পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, গত ১৩ জুলাই নুমনা পরীক্ষায় করোনা সনাক্ত হয় ডালিমের। ২৭ জুলাই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন তিনি। উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকালে তাকে চুয়াডাঙ্গা থেকে ঢাকায় আনা হচ্ছিল।
সাভারের আমিনবাজারের কাছে তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাকে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার ডালিমের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে বলা হয়েছে, ডালিমের অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকায় নেয়ার ব্যবস্থা করা হচ্ছে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন ...।