মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।
অতিরিক্ত সচিব মো: মাহমুদ-উল হক জানান, আবদুল্লাহ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮টার দিকে হৃদরোগে আক্রান্ত হন এবং সকাল সাড়ে ৯টায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মন্ত্রণালয়ের সচিবের দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা ভাসানী মির্জা ইউএনবিকে জানান, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সিনিয়র সচিব আবদুল্লাহ আল মহসিনকে গত ২৯ মে হাসপাতালে ভর্তি করা হয়।
গত ৬ জুন তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং ১৮ জুন লাইফ সাপোর্ট দেয়া হয়।
মহসিন স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী, এলজিআরডি মন্ত্রী, প্রবাসী কল্যাণমন্ত্রী, আইনমন্ত্রী, খাদ্যমন্ত্রী, ভূমিমন্ত্রী, অর্থমন্ত্রী, তথ্যমন্ত্রী, শিল্পমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পরিবেশমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কৃষিমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, সংস্কৃতি মন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী, নৌ প্রতিমন্ত্রী, বিমান প্রতিমন্ত্রী, গণপূর্ত প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, শিল্প প্রতিমন্ত্রী, পানি সম্পদ প্রতি ও উপমন্ত্রী।
মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা আলাদা আলাদা শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে বাংলাদেশে আরও ৪৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া আরও ৩৮০৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তার দেয়া তথ্য অনুযায়ী, ৬৫টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭ হাজার ৩৪টি। নমুনা পরীক্ষা করা হয়েছে আগের নমুনাসহ ১৮ হাজার ৯৯টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৭ লাখ ৩০ হাজার ১৯৭টি।
গত ২৪ ঘণ্টায় ৩৮০৯ জনসহ দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এক লাখ ৩৭ হাজার ৭৮৭ জন। নতুন করে আরও ৪৩ জনের মৃত্যুর মধ্যদিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৩৮ জনে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সোমবার সকাল পর্যন্ত এক কোটি ছাড়িয়েছে। সেই সাথে প্রাণহানি পাঁচ লাখেরও বেশি।
পাশাপাশি ৫০ লাখেরও বেশি মানুষ প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়েছেন বলে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) দেয়া তথ্য বিশ্লেষণে জানা গেছে।