বিসিএস মৎস্য ক্যাডারের ১৩তম ব্যাচের এ কর্মকর্তা মৎস্য অধিদপ্তরের খুলনায় কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরিতে কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন।
প্রসঙ্গত, নাজমুল হাসান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রবিবার রাত ১০টা ৫০মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এদিকে, নাজমুল হাসানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এবং মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও সচিব উভয়েই মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
শোক বার্তায় মন্ত্রী বলেন, ‘নাজমুল হাসান একজন অমায়িক, কর্তব্যপরায়ণ ও দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। করোনা সংকটেও অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন তিনি। দেশের মৎস্য খাতের গবেষণা ও মান উন্নয়নে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।’