মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৮২ জন মারা গেছেন, যা গত ৫২ দিনের মধ্যে সর্বোচ্চ। এর আগে চলতি বছরের ২৯ এপ্রিল সর্বোচ্চ ৮৮ জন মারা গিয়েছিল।
এনিয়ে দেশে মোট মৃত্যু ১৩ হাজার ৫৪৮ জনে দাঁড়াল।
রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৪১ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৮ লাখ ৫১ হাজার ৬৬৮ জনে পৌঁছেছে।
এর আগে শনিবারবার স্বাস্থ্য অধিদপ্তর জনায়, ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৬৭ জন মারা গেছেন এবং ৩ হাজার ৫৭ জন আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২২ হাজার ২৩১ টি। শনাক্তের হার ১৬.৩৮ শতাংশ।
নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৫০৯ জন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৮২ হাজার ৬৫৫ জন। সুস্থতার হার ৯১.৯০ শতাংশ। মৃত্যুর হার ১.৫৯ শতাংশ।
আরও পড়ুন: ফাইজারের টিকাদান সোমবার থেকে শুরু
এদিকে, আগামীকাল সোমবার থেকে দেশে প্রথমবারের মতো ফাইজার-বায়োএনটেকের টিকা কার্যক্রম শুরু হচ্ছে ।
রবিবার (২০ জুন) করোনা বিষয়ক নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও টিকা বিতরণ কমিটির সদস্য অধ্যাপক শামসুল হক।
তিনি বলেন, ‘ইতোমধ্যে কোভ্যাক্স থেকে এক লাখ ৬২০ ডোজ টিকা আমাদের হাতে এসেছে। আমরা এটিকে সংরক্ষণ করেছি। টিকা দেয়ার জন্য গাইড লাইন এবং প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে। আমরা আশা করি আগামীকাল (২১ জুন) থেকে ফাইজার টিকা কার্যক্রম শুরু করতে যাচ্ছি।’
অধ্যাপক শামসুল হক বলেন, আমাদের সিদ্ধান্ত হয়েছে প্রথম দিনে রাজধানীর তিনটা হাসপাতালে ফাইজারের টিকা কার্যক্রম প্রথম চালু হবে। তিনটি কেন্দ্র হলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। সেগুলোর প্রতিটি কেন্দ্রে ১২০ জন করে মানুষকে এই টিকা দেয়া হবে। এক্ষেত্রে যারা পূর্বে নিবন্ধন করেছেন কিন্তু তারা এখনও টিকা নিতে আসতে পারেননি, তারা প্রথমত টিকা নিবেন।
আরও পড়ুন: বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ৮১ লাখের বেশি
বিশ্ব পরিস্থিতি
একদিকে বিশ্বজুড়ে কয়েকটি দেশে নতুন সংক্রমণের সংখ্যা কমে যাওয়া, অপরদিকে করোনা টিকা কার্যক্রম পরিচালনার পরও দিন-দিন বিভিন্ন দেশেই বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু। সেই সাথে নতুনভাবে যুক্ত হয়েছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ।
ইতোমধ্যেই বিশ্বে করোনায় একদিকে মোট আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ৮১ লাখ ছাড়িয়েছে, অন্যদিকে মৃত্যুর সংখ্যা প্রায় ৩৮ লাখ ৫৭ হাজারের বেশি ছাড়িয়েছে। বিশ্বে এ পর্যন্ত প্রায় ২৫৬ কোটি ৬৪ লাখ ১ হাজার ৪২ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ৮১ লাখ ২৩ হাজার ১৪৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রাণঘাতী এই করোনাভাইরাসে মারা গেছেন ৩৮ লাখ ৫৭ হাজার ৮০৬ জন।
আরও পড়ুন: করোনা: দেশে সিনোফার্মের টিকা দেয়া শুরু
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৩৫ লাখ ৩৭ হাজার ৮০৭ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ১ হাজার ৭৪৮ জন।
এদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৮০০ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৭৮ লাখ ৮৩ হাজার ৭৫০ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে চলমান করোনার তাণ্ডবে এখন শনিবার পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২ কোটি ৯৮ লাখ ২৩ হাজার ৫৪৬ জন।