ঢাকার এসবিতে কর্মরত ওই এসআই কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামের রতন কাজীর ছেলে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল আলম জানান, ঢাকার এসবিতে কর্মরত পুলিশের এসআই কাজী আতাউল করোনা পজিটিভ নিয়ে গত মঙ্গলবার রাতে ঢাকা থেকে মোটরসাইকেল যোগে খোকসায় ফেরেন। আগের দিন ঢাকার আইইডিসিআর থেকে তার করোনা টেস্ট করা হয়। বুধবার দুপুরে আইইডিসিআর থেকে তাকে করোনা শনাক্তের কথা জানানো হয়।
ঢাকা থেকে খোকসায় নিজ বাড়িতে ফিরে আসার পর স্থানীয়ভাবে তাকে চিকিৎসা ও পর্যবেক্ষণের রাখা হয়। তবে ক্রমাগত তার কাশি বেড়ে যাওয়ায় স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে এবং পুলিশ সদরদপ্তরের নির্দেশে শনিবার দুপুরে অ্যাম্বুলেন্স যোগে তাকে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস্ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুজ্জামান জানান, আক্রান্ত ওই এসআইয়ের কাশি আগের তুলনায় বেড়ে গেছে। করোনার রোগীদের কাশি বাড়ার সাথে সাথে শ্বাস কষ্ট বেড়ে যায়। এ সময় তার ভেন্টিলেশনে পাঠানোর প্রয়োজন দেখা দেয়। এখানে ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা নেই। তাই উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।
এছাড়া ওই এসআই করোনা আক্রান্ত হয়ে গ্রামের বাড়িতে ফেরার পর থেকে ওসমানপুর গ্রামের ৩নং ওয়ার্ড লকডাউন ঘোষণা করা হয়েছে বলে তিনি জানান।