প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামাঞ্চলের মানুষের প্রতি করোনা পরীক্ষার আহবান জানিয়ে বলেছেন, ‘এই ভাইরাস অত্যন্ত সংক্রামক বলে করোনা পরীক্ষা ও যথাযথ চিকিৎসায় অনীহা দেখাবেন না।’
মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের (বিএএসএল) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘এখানে এখনো একটি সমস্যা আছে। আমি গ্রামাঞ্চল থেকে খবর পেয়েছি, সেখানকার মানুষ করোনা পরীক্ষা করাতে চায় না। তারা ভাবে, পরীক্ষায় করোনা সনাক্ত হলে তারা অচ্ছুত হয়ে যাবে। কেউ তাদের সঙ্গে মিশবে না। কিন্তু এটি তো ঠিক না।’
ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংস্থা বিএএসএল রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে।
শেখ হাসিনা বলেন, কেউ যদি করোনা পরীক্ষা করে তবে এই ভাইরাসে অন্যকে সংক্রামিত না করার পাশাপাশি তিনি নিজেও চিকিৎসা নিতে পারবেন। এভাবেই তিনি অন্যের জীবন বাঁচাতে সক্ষম হবেন। এই মনোভাব মানুষের মধ্যে থাকা উচিত।
আরও পড়ুন: সবাই টিকা পাবে: প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলীয় কর্মী ও এর সহযোগী সংগঠনগুলোকে করোনা পরীক্ষার বিষয়ে অনীহা দূর করতে সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে বলেন।
প্রধানমন্ত্রী জানান, তার সরকার দীর্ঘদিন ধরে দেশের ৮০ শতাংশ জনগোষ্ঠীকে করোনা টিকার আওতায় আনার ব্যবস্থা করছে। তিনি বলেন, গ্রামাঞ্চলের মানুষ জাতীয় পরিচয়পত্র নিয়ে পল্লী টিকা কেন্দ্রগুলোতে গিয়ে রেজিস্ট্রেশন করেই টিকা দিতে পারবে।
সরকার দেশব্যাপী তৃণমূল পর্যায়ে টিকাদান কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বিএএসএল নেতাকর্মীদের প্রতি টিকা গ্রহণে জনসাধারণকে সহায়তা ও অনুপ্রেরণা জোগানোর আহবান জানান।
আরও পড়ুন: জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার আড়াই লাখ টিকা দেশে পৌঁছেছে