বৃহস্পতিবার বিকালে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ২৫ দিনের চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন তিনি।
এর আগে, বুধবার তার করোনা পরীক্ষার ফলাফলে নেগেটিভ আসে।
মানসম্পন্ন চিকিৎসা ও সেবা দেয়ার জন্য চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন ইউএনবি সম্পাদক।
তিনি বলেন, ‘আমি আশা করি (অন্যান্য কোভিড-১৯ আক্রান্তরা) রোগীরা করোনাভাইরাসের কঠিন লড়াইয়ে জয়ী হওয়ার জন্য মানসম্পন্ন চিকিৎসা পাবেন।’
বার্তা সংস্থাটির ম্যানেজমেন্ট, সহকর্মী, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের দোয়া করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন ইউএনবির সম্পাদক।
প্রসঙ্গত, গত ২৬ মে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হওয়ায় রহমান আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ পরীক্ষা করান। এর চার দিন পর দেয়া রিপোর্টে তার করোনা পজিটিভ আসে।
প্রচণ্ড জ্বর ও কাশি থাকায় পরের দিন অক্সিজেনের স্যাচুরেশনের মাত্রা কমে যাওয়ায় তাকে ৩১ মে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়।
মাহফুজুর রহমানের পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা পরীক্ষায়ও করোনাভাইরাস নেগেটিভ এসেছে।
এদিকে, দেশে নতুন করে আরও ৩৯৪৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন আরও ৩৯ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানার দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৯৯৯টি।
দেশে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ২৬ হাজার ৬০৬ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১. ৯২ শতাংশ। সেই সাথে মারা গেছেন মোট এক হাজার ৬২১ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৯ জনের মধ্যে পুরুষ ৩২ এবং নারী সাতজন। হাসপাতালে মারা গেছেন ২৮ জন এবং বাড়িতে ১১ জন।