এতে সংক্রমণের হার দাঁড়িয়েছে ১৫.১৫ শতাংশ। বিশ্ববিদ্যালয়ের করোনা শনাক্তকরণ ল্যাবের সবশেষ পাওয়া তথ্য থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
ল্যাবসূত্রে জানা গেছে, বর্তমানে সিলেট বিভাগের চার জেলার সর্বত্র এবং সিলেট শহরের সকল বেসরকারি হাসপাতাল ও সবকটি উপজেলা থেকে সংগৃহীত নমুনা শাবির ল্যাবে পরীক্ষা করানো হয়। এছাড়াও সিলেট অঞ্চলের বিদেশ ফেরত সকল যাত্রীর নমুনা পরীক্ষা এই ল্যাবে করানো হয়।
করোনা শনাক্তকরণ ছাড়াও ল্যাবের গবেষক দল বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রের অর্থায়নে
কোভিড-১৯ এর ভাইরাস নিয়ে গবেষণা কাজ অব্যাহত রেখেছে। গবেষক দলটি ইতোমধ্যে সিলেট বিভাগের ৪ জেলার বিভিন্ন এলাকা থেকে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে জিন বিন্যাস (জিনোম সিকোয়েন্স) উন্মোচন করেন।
উন্মোচিত জিন বিন্যাস থেকে ১০টি (সুনামগঞ্জ-৫ ও হবিগঞ্জ-৫) নমুনার জিন বিন্যাস গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটাবেইজে (জিআইএসএআইডি) জমা দেন, যা ২০২০ সালের ৩১ ডিসেম্বর প্রকাশিত হয়। বর্তমানে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এর সহযোগীতায় শাবিপ্রবির ল্যাবে করোনা ভাইরাসের(জিনোম সিকোয়েন্স) গবেষণার কাজ চলমান রয়েছে।
সম্প্রতি করোনাভাইরাসের যুক্তরাজ্যের নতুন যে ধরণটি বাংলাদেশে পাওয়া গেছে, সিলেট অঞ্চলের এই নমুনাগুলো শাবির ল্যাবে পরীক্ষা করা হয়। পরবর্তীতে তা আইইডিসিআরে প্রেরণ করা হয়।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সুলতানা রাজিয়া বলেন, মহামারি করোনার শুরু থেকেই শাবির এই ল্যাবটি সিলেট অঞ্চলের মানুষদের জন্য স্বচ্ছতা ও আস্থার একটা জায়গা করে আছে। এখন পর্যন্ত গুরুত্ব দিয়ে সেবা দিয়ে যাচ্ছে এই অঞ্চলের মানুষদের জন্য।
জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শামসুল হক প্রধান বলেন, উন্নত দেশগুলোর মতো আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পাশাপাশি এই সিলেট বিভাগের মানুষদের সেবা (কমিউনিটি সার্ভিস) দিতে পেরে আন্তরিকভাবে গর্বিত। গত দশ মাসে আমাদের ল্যাবের কার্যক্রমে বড় অর্জন ‘আস্থা ও নির্ভরযোগ্যতা। আমাদের জিইবি বিভাগের শিক্ষার্থীদের জিনোম ও জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ-আরএনএ নিয়ে গবেষণার পূর্ব অভিজ্ঞতা থাকায় নমুনা পরীক্ষায় স্বচ্ছতা ও নির্ভরতার বিষয়টি থাকছে শতভাগ। এখন পর্যন্ত ফলাফল প্রকাশে কোনো ধরনের ভুলত্রুটি ধরা পড়েনি। আশা রাখছি যতদিন প্রয়োজন হয় এই সেবা কার্যক্রম চালু থাকবে।
আরও পড়ুন: শাবি শিক্ষক সমিতি নির্বাচনে আওয়ামীপন্থীদের দ্বিমুখী লড়াই
শাবিতে সিলেটের প্রথম ট্রান্সজেনিক গ্রিনহাউস উদ্বোধন
নিরাপত্তার দাবিতে শাবি সাংস্কৃতিক জোটের ২৪ ঘণ্টার আলটিমেটাম
শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ল্যাবে যারা কাজ করছেন তারা সবাই আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন। এই সিলেট অঞ্চলের মানবিক সেবায় আমাদের বিশ্ববিদ্যালয়ের ল্যাবের কর্মরত শিক্ষক-শিক্ষার্থীরা পরিশ্রম করে যাচ্ছেন। যতদিন এই সেবা প্রয়োজন হবে সিলেটসহ সারা দেশের জন্য আমাদের বিশ্ববিদ্যালয় সর্বত্র পাশে থাকবে।
উল্লেখ্য, গত বছরের ১৮ মে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শাবিতে আরটি পিসিআর ল্যাবের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। এরপর থেকে এ ল্যাবে করোনা শনাক্তকরণ কার্যক্রম শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে শিক্ষাভবন ‘ই’-এর জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ২২৫ নম্বর কক্ষে এ ল্যাব চালু করা হয়। ল্যাবের তত্ত্বাবধানে রয়েছে বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ।
এর আগে, মহামারি করোনাভাইরাস মোকাবিলায় সংক্রমণ নির্ণয়ের জন্য ২০২০ সালের ৯ এপ্রিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে করোনাভাইরাস শনাক্তকরণের জন্য পিসিআর ল্যাব চালুর অনুমোদন দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।