সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে প্রথমে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন জোটের নেতারা।
আরও পড়ুন:শাবিতে পরীক্ষা নেয়া হবে কিনা সিদ্ধান্ত জানাল বিশ্ববিদ্যালয় প্রশাসন
মানববন্ধনে শিক্ষার্থীদের বিভিন্ন প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে প্রতিবাদ করতে দেখা যায়। 'আমার বোন অনিরাপদ কেন প্রশাসন জবাব চাই', 'আমরা তোমার অভিভাবক' এসব বললে অনেক তো; মেয়ের ঘরে চোর ঢুকলে বাবা কি আর চুপ থাকতো', 'ছিনতাই, চুরি শ্লীলতাহানি এরপর কি?' 'চলতে ফিরতে হরহামেশা এমন কথা আমরা দেই, তোদের মাথা নিয়ে আদৌ আমাদের ব্যথা নেই', 'শিক্ষার্থীদের নিরাপত্তা দিতেই হবে প্রশাসন, দেখছি দেখবেরে দিন গিয়েছে বন্ধ কর প্রহসন', চোর পালালে গলাবাজি মিডিয়ায় সাক্ষাৎকার, লোক দেখানো বন্ধ কর ব্যবস্থা নাও বা দরকার' প্রভৃতি স্লোগান দেয়া প্ল্যাকার্ড বহন করেন তারা।
আরও পড়ুন:মেস বাসায় শাবি ছাত্রীর গোসলের ভিডিও ধারণের অভিযোগ
এদিকে শিক্ষার্থীদের স্মারকলিপিতে উল্লেখিত দাবিগুলোর মধ্যে রয়েছে- ছাত্রীর গোসলের ভিডিও ধারণের চেষ্টাকারীকে শনাক্ত করে দ্রুত মামলা দায়ের, ছাত্রীদের মেসে অনুপ্রবেশকারী যুবকের শাস্তি নিশ্চিত, গণপরিবহনে যৌন হয়রানি রোধে যথাযথ ব্যবস্থা, গণপরিবহন ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় শিক্ষার্থীদের সাথে অপ্রীতিকর ঘটনা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।
শিক্ষার্থীদের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো আনোয়ারুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা অপ্রীতিকর ঘটনার শিকার হোক তা আমরা কেউই চাই না। তাদের একটি স্মারকলিপি আমরা পেয়েছি। শিক্ষার্থীদের সাথে এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সে জন্য ভিসি স্যারের সাথে আলোচনা করে মঙ্গলবার সিদ্ধান্ত নেব।
আরও পড়ুন:শাবির সকল আবাসিক শিক্ষার্থীকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দেয়ার নির্দেশ
উল্লেখ্য, গত ২১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক সংলগ্ন ইনায়া মেনশনের ৪র্থ তলায় তালা ভেঙে ছাত্রীর রুমে প্রবেশের চেষ্টায় বহিরাগত এক যুবককে আটক করা হয়। এদিকে ১৯ ফেব্রুয়ারি ভোর ৪টার দিকে সুবিদ বাজারস্থ নূরানী পুকুরপারের ১০/৯ ত্রয়ী কুঠিরে ছাত্রীদের ল্যাপটপ, নগদ টাকা এবং জুয়েলারিসহ অন্যান্য জিনিস চুরির ঘটনা ঘটে। সর্বশেষ গত শুক্রবার সিলেট নগরীর একটি মেসে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর গোসলের ভিডিও ধারণ করে অজ্ঞাতনামা এক যুবক। এছাড়াও বিগত বেশ কয়েক মাস থেকে ছাত্রীদের বিভিন্ন মেসে এমন অপ্রীতিকর ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে।