বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিপিজেএ) যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৭১ টিভির জয়েন্ট নিউজ এডিটর কাজী সাজিদুল হকের মা ফাতেমা হকের (৬০) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিপিপিজেএ।
মঙ্গলবার (২৫ জুলাই) ভোরে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
আরও পড়ুন: শ্রমিক নেতা নিহত হওয়ার ঘটনায় বিজিএমইএ গভীরভাবে শোকাহত
তিনি ডায়াবেটিকসহ নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন।
মরহুমার পিতৃভূমি ঝালকাঠিতে তাকে দাফন করা হবে।
কাজী সাজিদুল হকের মায়ের মৃত্যুতে বিপিজেএ'র পক্ষ থেকে সংগঠনের সভাপতি হারুন আল রশীদ ও সাধারণ সম্পাদক নাফিজা দৌলা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বিপিজেএ'র নেতারা এক শোকবার্তায় ফাতেমা হকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
আরও পড়ুন: নৌপরিবহন মন্ত্রণালয় আগামী দিনের ‘শোকেস’ মন্ত্রণালয়ে পরিণত হতে যাচ্ছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
ঢাকা দক্ষিণ মহানগর আ’লীগ নেতা আবদুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক