রাঙামাটির কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের আগাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নেথোয়াই মারমা (৫৬) চিৎমরম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী জানান, নিহত নেথোয়াই মারমার ছেলে রাতে তাকে খবর দিয়ে জানান যে, সবুজ গেঞ্জি পরিহিত ১০ থেকে ১২ জন অস্ত্রধারী সশস্ত্র সন্ত্রাসী রাত সাড়ে ১২টার দিকে তাদের ঘরের সামনে দরজা ভাঙার চেষ্টা করে। দরজা না খুলায় সন্ত্রাসীরা পেছনের রান্না ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তার বাবাকে গুলি করে পালিয়ে যায়।
তিনি আওয়ামী লীগের পক্ষ হতে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
পড়ুন: ঢাকায় সংঘর্ষ: ৩ মামলায় আসামি ৪ হাজারের বেশি
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নেথোয়াই মারমাকে তার নিজ বাড়ি একই ইউনিয়নের আগাপাড়া এলাকায় শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সশস্ত্র অস্ত্রধারী সন্ত্রাসীরা দরজা ভেঙে বাড়িতে ঢুকে এলোপাতারি গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রবিবার মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানান।
পড়ুন: রাঙামাটি-বান্দরবান সড়কে পর্যটকবাহী গাড়িতে গুলি, আহত ২