রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের রিজার্ভ বাজার এলাকা থেকে ভাসমান অবস্থায় এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। রবিরার সকাল সাড়ে ৯টার দিকে রাঙ্গামাটি কোতোয়ালি পুলিশ তার লাশটি উদ্ধার করে।
নিহত শ্রমিকের নাম গিয়াস উদ্দিন।
আরও পড়ুন: ঢাকা-আরিচা মহাসড়কে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
স্থানীয়রা জানায়, সকালে একটি লাশ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেয়। রাঙ্গামাটি কোতোয়ালি পুলিশ সকাল সাড়ে ৯ টায় এসে লাশটি উদ্ধার করে। এর মধ্যে গত ছয় দিন ধরে নিখোঁজ গিয়াস উদ্দিনের পরিবারের লোকজনও হ্রদ এলাকায় উপস্থিত হয়। পরে লাশ তুললে পরিবারের লোকজন গিয়াস উদ্দিনকে শনাক্ত করে।
রাঙ্গামাটি পৌরসভার কাউন্সিলার হেলাল উদ্দিন বলেন, সকাল বেলা খবর পেয়ে আমরা হ্রদের পাড়ে গিয়ে লাশ দেখতে পাই। পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এদিকে রাঙ্গামাটি কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ক্যা হ্লা চিং জানান, আমরা লাশ উদ্ধার করেছি। লাশ উদ্ধার করে রাঙ্গামাটি হাসপাতালের মর্গে পাঠিয়েছি। দীর্ঘ কয়েকদিন হয়ে গেছে তাই বোঝা যাচ্ছে না। ময়না তদন্তের পর বলা যাবে।
রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল আমিন আরিফ বলেন, রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় হ্রদে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে আমাকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তার পরিবার গত চার দিন আগে রাঙ্গামাটি কোতোয়ালি থানায় একটি নিখোঁজ ডায়েরি করে।
আরও পড়ুন: নিখোঁজের ৩ দিন পর মেঘনা নদী থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার