সারা দেশের কারাগারগুলোতে চিকিৎসকের ২৯ শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই নির্দেশ দেন।
রিটকারী আইনজীবী অ্যাডভোকেট জে আর খান রবিন বিষয়টি নিশ্চিত করে বলেন, 'সারা দেশের কারাগারগুলোতে মোট ১৪১ জন চিকিৎসক প্রয়োজন ছিল। এর মধ্যে ১১২ জনকে নিয়োগ দেয়া হয়েছে। শূন্য ২৯ পদেও খুব শিগগিরই নিয়োগ দেয়া হবে বলে হাইকোর্টকে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। বাকি ২৯ জনকে দ্রুত নিয়োগ দিতে মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন আদালত।'
আরও পড়ুন: হাসপাতালে বাক্সবন্দি ২৮ যন্ত্র: তদন্তের নির্দেশ হাইকোর্টের
জানা গেছে, সারা দেশে মোট ৬৮টি কারাগার রয়েছে। এসব কারাগারে বন্দির তুলনায় চিকিৎসক সংকট ছিল। পত্র-পত্রিকায় প্রকাশিত এমন প্রতিবেদন যুক্ত করে ২০১৯ সালে কারাবন্দিদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে শূন্য পদে চিকিৎসক নিয়োগ দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট করেন আইনজীবী জে আর খান রবিন। ওই রিটের পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের ২৩ জুন হাইকোর্ট রুল জারি করেন। রুলে কারাবন্দিদের বাসস্থান ও চিকিৎসাসেবা নিশ্চিতের ব্যর্থতাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চান এবং কারা কর্তৃপক্ষকে সার্বিক বিষয়ে আাদালতকে অবহিত করার নির্দেশ দেন।
এরপর কারা কর্তৃপক্ষ বিভিন্ন তারিখে হলফনামার মাধ্যমে দেশের সকল কারাগারে ২৪ জন ডাক্তার থাকার বিষয়ে নিশ্চিত করেন, একই সঙ্গে অবশিষ্ট খালি ১১৭টি পদে ডাক্তার নিয়োগের ব্যাপারেও প্রয়োজনীয় আদেশ প্রার্থনা করেন। এর ধারাবাহিকতায় ২০২০ সালের ২০ জানুয়ারি হাইকোর্ট অনতিবিলম্বে শূন্য পদে ১১৭ জন ডাক্তার নিয়োগের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিকে নির্দেশ দেন।
আরও পড়ুন: সোহরাওয়ার্দী উদ্যানের গাছ না কাটার নির্দেশ হাইকোর্টের
এরপর চলতি বছরের ১৭ জানুয়ারি কারা কর্তৃপক্ষ হলফের মাধ্যমে আদালতকে জানায় যে, ১৪১ পদের বিপরীতে ১১২ জন ডাক্তার দেশের বিভিন্ন কারাগারে নিয়োজিত আছেন। মঙ্গলবার ওই প্রতিবেদনের ওপর শুনানি শেষে হাইকোর্ট কারা চিকিৎসকের শুন্য ২৯ পদ দ্রুত পূরণের নির্দেশ দেন।