ভারতে দুই বছর কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে এক নারীসহ তিন বাংলাদেশি ফিরে এসেছেন বলে জানিয়েছে পুলিশ।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ রবিবার রাতে তাদের হস্তান্তর করে।
ভারতফেরতরা হলেন- ফরিদপুরের সদরপুর থানার জরিপডাংগী গ্রামের জয়নাল হোসেনের ছেলে ইমরান হোসেন (২৬), ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার গঙ্গানগর গ্রামের শহীদ মিয়ার ছেলে এলাহী মিয়া (৫৫) ও খুলনার দিঘলিয়া থানার আলী মোল্লার মেয়ে তাছলিমা আক্তার (২১)।
আরও পড়ুন: ২ বছর কারাভোগ শেষে ভারত থেকে ফিরল ৮ নারী
ফেরত আসা এলাহী মিয়া বলেন, অভাব অনটনের সংসারে দেশে কাজ না পেয়ে দালালদের মাধ্যমে ভারত যাই। ভারতের রাজস্থানে রাজমিস্ত্রির কাজ করাকালে পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করে। আদালত তাদের ২ বছরের সাজা প্রদান করেন। দুই বছর কারাভোগ শেষে আরোয়া ডিটেক্টর নামে একটি শেল্টার হোমে ৬ মাস থাকার পর রবিবার দেশে ফিরেছেন।
তাছলিমা জানান, তার বোন দীর্ঘ দিন ভারতে থাকে। তার মাধ্যমে তিনি চোরাইপথে ভারতে যান। মুম্বাই পুলিশের কাছে ধরা পড়ে কারাভোগ করেছেন।
আরও পড়ুন: ভারতে কারাভোগ শেষে ফিরল ৩০ বাংলাদেশি
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ভালো কাজের প্রলোভনে এরা বিভিন্ন সীমান্তপথে ভারতে পাড়ি জমায়। সেখানে কাজ করার সময় তারা আটক হয়। উভয় দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরেন। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) সোহেল বলেন, ‘সোমবার ফেরত আসা তিনজনকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হবে। এরপর যদি কোনও এনজিও সংস্থা গ্রহণ করে, তাহলে তাদের হাতে তুলে দেয়া হবে। তা না হলে, নিজ উদ্যোগে তারা বাড়ি ফিরে যাবে।’