শনিবার কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুনের শিশু আইন ও নৈতিকতার ওপর বক্তব্যের মধ্য দিয়ে এ প্রশিক্ষণ শেষ হয়।
হ্যালো বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমের উদ্যোগে ও ইউনিসেফের আয়োজনে গত ২৩ ও ২৪ আগস্ট কুমিল্লা পৌরপার্ক সংলগ্ন ধর্মসাগড়ের উত্তরপাড়ায় নজরুল ইনস্টিটিউটে সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মসূচি চলে। জেলার ১৭টি উপজেলা ৩৫ জন শিশু সাংবাদিক এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।
শিশু সাংবাদিকদের প্রশিক্ষণের শেষ দিনে বিভিন্ন বিষয়ের ওপর সঞ্চালক ছিলেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ বেতারের ও বাসস কুমিল্লা প্রতিনিধি অশোক বড়ুয়া, দৈনিক শিরোনাম পত্রিকার সম্পাদক নীতিশ সাহা, প্রথম আলোর কুমিল্লা স্টাফ রিপোর্টার গাজীউল হক সোহাগ, মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক ও সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেন মাহাবুব।
শিশু সাংবাদিকদের প্রথম দিনে তথ্য খতিয়ে দেখা বিষয়ের ওপর সঞ্চালক ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক অভিবাদন পত্রিকার সম্পাদক আবুল হাসানাত বাবুল। ইউনিসেফ ও সোশাল মিডিয়া বিষয়ের ওপর সঞ্চালক করেন কুমিল্লা জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মীর আহসানুল কবির।
শিশুর অধিকার জাতিসংঘের সনদ ও খবরের উপাদান-মানবিকতা বিষয়ের ওপর সঞ্চালক ছিলেন মানবাধিকার কর্মী আলী আকবর মাসুম, ভিডিও, খবরের ছবি, মোবাইল ভিডিও করার কৌশল প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন সঞ্চালক হ্যালোর সমন্বয়ক সোলেমান হিমেল, সংবাদে ছবি’র বিষয় নিয়ে সঞ্চালক ছিলেন ফটো সাংবাদিক ফোরামের সভাপতি সিটিভি নিউজ অনলাইন পত্রিকার সম্পাদক ওমর ফারুকী তাপস।